বাংলা৭১নিউজ, গোপালগঞ্জ: পারিবারিক বিরোধে ফরিদ সিকদার (৪৩) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যাকারী ছোট ভাই ও তার দুই ছেলেসহ চারজনকে আটক করেছে পুলিশ। ফরিদ সিকদারের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর গ্রামে।
আটককৃতরা হলেন ফরিদের ছোট ভাই মিরাজ সিকদার (৪১), মিরাজের দুই ছেলে আমির সিকদার ও রিয়াজ সিকদার এবং ভাগ্নে আলামিন (২৮)।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, পারিবারিক বিরোধের জের ধরে কয়েকদিন আগে নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর গ্রামের ফরিদ সিকদার তার ছোট ভাই মিরাজ সিকদারের ঘর আগুন দেন। এ ঘটনার পর থেকে ফরিদ গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে খালাতো ভাই হাফিজ উদ্দিন খানের বাড়িতে অবস্থান করছিলেন। রোববার রাতে মিরাজ, তার দুই ছেলে ও ভাগ্নে হাফিজ উদ্দিনের বাড়িতে গিয়ে ফরিদকে কুপিয়ে হত্যা করে। এ সময় এলাকাবাসী তাদের একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
বাংলা৭১নিউজ/এম