তিনদিন পুরোপুরি বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় সচল করা হয়েছে। পরে রাত ৮টার পর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কেন্দ্রের ১ নম্বর ইউনিটটি বৃহস্পতিবার বিকাল ৫টায় সচল করা হয়। এরপর রাত ৮টার পর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ওভারহোলিং শেষে ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ইউনিট থেকে
উৎপাদিত ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
দেশের প্রথম কয়লাভিত্তিক এই কেন্দ্রটির তৃতীয় ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার বন্ধ হয়ে পড়ে। এতে কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। অন্যদিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি বছরের শুরু থেকে পুরো অচল হয়ে পড়ে রয়েছে।
বাংলা৭১নিউজ/এসকে