ব্রাহ্মণবাড়িয়ায় সমর্থকদের সংঘর্ষের ঘটনায় দুই মেম্বারপ্রার্থীকে আটক করেছে পুলিশ। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
বুধবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দতাইসার এলাকায় এ ঘটনা ঘাটে।
আটকরা হলেন- বাবুল ভূঁইয়া ও শাহীন মিয়া। দুই প্রার্থী দতাইসার গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, কেন্দ্রে প্রভাব খাটানোর অভিযোগে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ অভিযোগে বাবুল ভূঁইয়া ও শাহীন মিয়াকে আটক করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।
কেন্দ্রে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন জানান, ‘দুই মেম্বারপ্রার্থী কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তাদেরকে আটক করে রাখা হয়েছে।’
বাংলা৭১নিউজ/এসএম