ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার দলিল লেখক সমিতির নির্বাচন চলছে। ভোটার ও প্রার্থীদের মাঝে উৎসবের আমেজ দেখা গেছে।
সোমবার সকাল ১০টা থেকে জেলা রেজিস্ট্রার অফিস কার্যালয় চত্তরে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন পরিচালনা করছেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার দলিল লেখক সমিতির আহ্বায়ক আজাদ হাজারী আঙ্গুর।
নির্বাচনে লড়ছেন ৩০ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২, সহ-সভাপতি পদে ২, সহ-সাধারণ সম্পাদক ৩, সাংগঠনিক সম্পাদক পদে ২, সহ-সাংগঠনিক পদে ২, প্রচার সম্পাদক পদে ২, সহ-প্রচার সম্পাদক পদে ২, ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক পদে ২, দপ্তর সম্পাদক পদে ২, সহ-দপ্তর সম্পাদক পদে ২, সদস্য পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় এই দুই পদে নির্বাচন হচ্ছে না।
এতে মোট ভোটার রয়েছেন ১৭২ জন। সকাল থেকেই ভোটাররা সুশৃঙ্খলভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন।
নির্বাচনের প্রিজাইডিং অফিসার গোলাম মহিউদ্দিন বলেন, শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন চলছে। এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ