ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে ‘কারচুপির ঘটনায়’ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলের নেতা বেগম রওশন এরশাদ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব ও জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
রওশন এরশাদ বলেন, গত ৫ নভেম্বর জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় উক্ত নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ উঠে এসেছে।
সে জন্য নির্বাচন কমিশন এই আসনের গেজেট প্রকাশ স্থগিত রেখে একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে আমি জানতে পেরেছি। আমি মনে করি, এ ব্যাপারে একটি বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। আমি আশা করি, নির্বাচন কমিশন এ ব্যাপারে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
বাংলা৭১নিউজ/এসএইচ