বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গর্দান ও তলোয়ার দুটো একসঙ্গে থাকতে পারে না : হাসনাত বরিশালের সামনে কোনঠাসা ঢাকা, ১৩৯ রানে অলআউট ১৩ বিশ্ববিদ্যালয় থেকে সরলো হাসিনা ও তার পরিবারের নাম পরিবেশকদের পদচারণায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে উৎসবমুখর পরিবেশ কোনো ভোটই রাতে হবে না : ইসি মাছউদ প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকে যাচ্ছেন বিএনপির সালাহউদ্দিন গাজায় যুদ্ধবিরতিকে স্বাগত জানালো জাতিসংঘ এবি ব্যাংক ‘সম্পূর্ণা’ গ্রাহকের পরিবারের হাতে তুলে দিলো আর্থিক সহায়তা বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা শিক্ষা ভবনের সামনে পুলিশ-আদিবাসী শিক্ষার্থীদের সংঘর্ষ ১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর পটুয়াখালীতে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স ডা. ফয়েজ হত্যা : ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ রেস্তোরাঁ খাতে বাড়তি ভ্যাট প্রত্যাহার প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না বিএনপি বাবরকে বরণে নেত্রকোনা থেকে ৩০ হাজার মানুষ ঢাকায় জনগণ আর কোনোদিন নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না ১০ বছর বয়সী নাগরিকদের এনআইডি দেওয়ার সুপারিশ ইসলামী ব্যাংকের পল্টন শাখার এটিএম-সিআরএম বুথ উদ্বোধন পূবালী ব্যাংকে প্রথম নারী ডিএমডি সুলতানা সরিফুন নাহার

ব্রহ্মপুত্রে চীনের বাঁধ মিঠা পানির সংকট তৈরি করবে

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৬১ বার পড়া হয়েছে

ব্রহ্মপুত্র নদে চীনের বাঁধ নির্মাণ বন্ধের দাবি জানিয়ে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন জানিয়েছে, এ বাঁধ নির্মিত হলে ভারতের আসাম ও বাংলাদেশে এর বিরূপ প্রতিক্রিয়া পড়বে। উজানে চীন ও ভারতের ক্রমাগত বাঁধ নির্মাণের ফলে ভবিষ্যতে বাংলাদেশে মিঠাপানির চরম সংকট দেখা দেবে।

শনিবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানের পূর্ণিমা রেস্টুরেন্টে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের পরিচালকদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার’র সভাপতিত্বে ‘পরিবেশ বিপর্যয়-কোন পথে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা’ অনুষ্ঠানে সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বাপ্পি সরদার বলেন, ‘অনতিবিলম্বে ব্রহ্মপুত্র নদে চীনের বাঁধ নির্মাণ বন্ধ করতে হবে। এ বিষয়ে সরকারের কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করার।’ 

তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় এখন বাংলাদেশের জন্য মরার উপর খাড়ার ঘা। শিল্পোন্নত দায়ী রাষ্ট্রের কারণে বর্তমানে বাংলাদেশে সব থেকে জলবায়ু ঝুঁকিতে। আমাদের সংগঠন রাষ্ট্রের পক্ষে আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায়ে জনসাধারণকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনে নামবে।’

এ সময় সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়। (১) বায়ুদূষণ রোধে স্বতন্ত্র কমিশন গঠন। (২) ঢাকা শহরের যানজট কমাতে সচিবালয়কে আগারগাঁও এ স্থানান্তর। (৩) ঢাকা শহরের সকল পতিত জায়গা উদ্ধার করে সবুজায়ন নিশ্চিত করা। (৪) বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উদ্যোগে সকল পরিবেশবাদী সংগঠনকে নিয়ে আলাদা একটি সেল গঠন করতে হবে। (৫) দেশের সকল নদীর পানি দূষণমুক্ত রাখতে সিইটিপি ব্যবহার নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। (৬) সকল পরিবেশবাদী সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান করতে হবে। (৭) অনতিবিলম্বে ব্রহ্মপুত্র নদে চীনের বাঁধ নির্মাণ বন্ধ করতে হবে। (৮) বাংলাদেশসহ সারা পৃথিবী জুড়ে সকল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ করতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে হবে। (৯) প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধ করে, দ্রুত পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। (১০) নদী ভাঙ্গন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও নদী খননে দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সংগঠনের পক্ষ থেকে সকল পরিচালককে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত হয়েছেন সংগঠনের মহাসচিব মহসিন সিকদার পাভেল, অর্থ পরিচালক ওমর ফারুক চৌধুরী, পরিচালক নাসিরুল ইসলাম নাসির, প্রভাষক মো. শাহাদাত হোসেন, নাদিয়া নুর তনু ও এ্যাডভোকেট মো. রাশিদুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক অভিনেতা উদয় খান, কেন্দ্রীয় সদস্য এম. এ. মামুন, সাব্বির হোসেন, যশোর জেলা সমন্বয়কারী, মো. রবিউল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক মির্জা আনোয়ার পারভেজ, সদস্য সচিব রাজু আহমেদ, কণ্ঠশিল্পী মাসুদ টুটুল প্রমুখ।

বাংলা৭১নিউজ/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com