বাংলা৭১নিউজ,নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়ন পরিষদের তিন তিন বারের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ তালুকদারের বাড়ীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ইউনিয়নবাসী শনিবার বালুচড়া বাজারে সকল দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
মানববন্ধন চলাকালে এ ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বিষকাকুনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান এডভোকেট আজহারুল ইসলাম, খলিশাউড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ তালুকদার, এডভোকেট আল আমিন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আলী মনসুর, খলিশাউড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল হক ও আবু সাঈদ খোকন মাস্টার প্রমূখ। পরে তারা বাজারে বিক্ষোভ মিছিল করে।
উল্লেখ্য, আওয়ামী লীগের অভ্যন্তরীন কোন্দলের জের ধরে এমপি বেলাল সমর্থক শ্যামগঞ্জ এলাকার বিপ্লব, চাঁন মিয়া, রাজ্জাক, রুবেল ও মিন্টুর নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে গত বুধবার রাত ১০টার দিকে বালুচড়া বাজার সংলগ্ন পাবই দাসপাড়া এলাকায় চেয়ারম্যানের বাড়ীঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ নিয়ে এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা এবং এক ধরনের আতংক বিরাজ করছে।
বাংলা৭১নিউজ/জেএস