ব্যাডমিন্টন খেলতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ হারিয়েছে সাতক্ষীরার শান্ত নামের এক এসএসসি পরিক্ষাথী। গতকাল রোববার রাতে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে।নিহত শান্ত হাসপাতালের সুইপার পাড়ায় থাকতো। তার বাবার নাম বাবু লাল। সে ছিল এবারের এসএসসি পরীক্ষার্থী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এমএস