বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির চালের দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে, এটা সাময়িক: শেখ বশিরউদ্দীন অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি মালিকদের দেশে তিনদিন কম থাকবে গ্যাসের চাপ আদালতের নথির বস্তা মিলল ভাঙারির দোকানে, চা বিক্রেতা আটক মন্দিরে ঢোকার ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, ভারতে পদদলিত হয়ে নিহত ৬ ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি খালেদা জিয়া টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো: দ্য টাইমস বকশীবাজারে অস্থায়ী আদালতের এজলাস কক্ষে আগুন জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি এস আলমের দুই ছেলেসহ ৫৪ জনের নামে মামলা মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক একদিনে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইআইবি সাকিব বোলিং পরীক্ষায় ফেল, বিষয়টা ‘ভেরি শকিং’ বকশীবাজারে সড়কে শিক্ষার্থীরা, ঘটনাস্থলে সেনাবাহিনী গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি সাভারে অ্যাম্বুলেন্সে দুটি বাসের ধাক্কা, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪ যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট

ব্যবসায়ীদের দাবি মেনে নিলেন বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১১৫ বার পড়া হয়েছে
OLYMPUS DIGITAL CAMERA

বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি : ৩০ বছর পর ব্যবসায়ীদের দাবি মেনে নিয়েছেন বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। বন্দর থেকে দ্রুত পন্য খালাশ ও শুল্কায়নের গতি বাড়ানোর নথির পরিবর্তে ফোল্ডার ব্যবস্থাপনা পদ্ধতি চালু করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
অনেক কমিশনার কথা দিয়েছিলেন ব্যবসায়ীদের দাবি বা¯তবায়নে। কেউ কথা রাখেননি। অবশেষে বেনাপোল কাস্টমস হাউসের সদ্য যোগদানকারী কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী তা বা¯তবায়ন করেছেন। কথাও রেখেছেন তিনি।
গুরুত্বপূর্ণ অংশীজনের অনুরোধের প্রেক্ষিতে বাণিজ্য ও জনবান্ধব শুল্কায়ন পদ্ধতি উদ্ভাবনের জন্য ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার পর কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী এ পদ্ধতি চালুর সিদ্ধাšত নেন।
পরে অফিসিয়ালি এ সংক্রাšত এক নির্দেশনা জারি করা হয়। নতুন প্রবর্তিত পদ্ধতি সম্পর্কে শুল্কায়ন গ্রুপের সহকারী রাজস্ব কর্মকর্তাদের ধারণা দেয়ার উদ্দেশ্যে ইতিমধ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। চলমান সংস্কার ও উদ্ভাবনা কার্যক্রম এগিয়ে নিতে ব্যবসায়ী ও অংশীজনের সহায়তা চেয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
সম্প্রতি বেনাপোল কাস্টম হাউসে প্রথমবারের মতো নথির পরিবর্তে ফোল্ডার ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা হয়েছে। দ্রুত ও সহজে শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এ ব্যবস্থা প্রবর্তন করা হয়।
আগে আমদানি চালান নথির মাধ্যমে শুল্কায়ন হতো। এতে শুল্কায়নে বেশি সময় লেগে পণ্য খালাসে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হতো। রাজস্ব কম আহরণের পাশাপাশি অসšেতাষ ছিল ব্যবসায়ীসহ বন্দর ব্যবহারকারীদের মধ্যে। ফোল্ডার ব্যবস্থা চালুর ফলে নথির পাশাপাশি প্রযোজ্য ও অগ্রাধিকার ক্ষেত্রে ফোল্ডারের মাধ্যমে শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন হবে। এ ব্যবস্থায় আমদানি-রফতানি চালান শুল্কায়নের সার্বিক কর্মকান্ডে গতি সঞ্চার, শুল্কায়ন প্রক্রিয়ার সময় হ্রাসসহ কাস্টম হাউসের সামগ্রিক রাজস্ব বাড়াতে সহায়ক হবে বলে মšতব্য করেন ব্যবসায়ীরা।
রাজস্ব আহরণের গতি ত্বরান্বিত করার পাশাপাশি বৈধ বাণিজ্য সহায়তাকরণ, অপবাণিজ্য প্রতিরোধ ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে গত এক মাসে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে বেনাপোল কাস্টম হাউস কর্তৃপক্ষ।
বেনাপোল কাস্টমস হাউস কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, গত ৩০ বছরে যা বা¯তবায়ন হয়নি এখন তা হচ্ছে। ৩০ বছর ধরে ব্যবসায়ীদের এমন পদ্ধতি চালুর দাবি ছিল। এতদিন ফাইল ব্যবস্থা থাকার কারণে আমদানি-রফতানিকারকদের একটি ফাইল কমিশনারের টেবিলে আসতে ২ থেকে ৩ দিন সময় লেগে যেত। এখন ফোল্ডার ব্যবস্থা চালুর ফলে কমিশনারের টেবিল পর্যšত একটি ফাইল আসতে মাত্র ২ ঘণ্টা সময় লাগবে। এ পদ্ধতি বা¯তবায়নের কারণে সময়ক্ষেপণ কমবে, রাজস্ব বাড়বে। বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ববান্ধব,ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত হবে।
নতুন এই পদ্ধতি চালুর ফলে ক্লিয়ারেন্স, সময় কমবে, রাজস্ব বাড়বে ফলে স্বচ্ছ আমদানিকারকরাও উপকৃত হবেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com