বাংলা৭১নিউজ, বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: একদল দুবৃর্ত্ত গভীর রাতে সিঁদ কেটে বসত ঘরে ঢুকে বোনকে বেধরক কুপিয়ে হত্যার চেষ্টা করলে বাঁচাতে ডাক চিৎকার দিয়ে এগিয়ে আসে ভাই। এরপর দুর্বৃত্তরা ভাইকে নিশংস ভাবে কুপিয়ে খুন করে।
রবিবার দিবাগত রাতে পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বোনের নাম রীনা বেগম(২৮) ও ভাইয়ের নাম আবুল কালাম খান(৪০)। ্এরা উভয়ই ওই গ্রামের রাজা খানের সন্তান। পুলিশ
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে রাজা খানের বসত ঘরের দক্ষিন পাশ দিয়ে সিঁদ কেটে ভিতরে ঢুকে করে অজ্ঞাত ৪/৫ জন দুর্বৃত্ত। এসময় ঘরের মধ্যে টর্স লাইটের আলো দেখতে পেয়ে রীনা ডাক চিৎকার দিলে দুর্বৃত্তরা তাকে (রিনা) মাথায় ও দুই হাতে আঘাত করে। এরপর তার হাত-পা খাটের সাথে বেধে মুখে কাপড় ঢুকিয়ে দেয়। এসময় ভাই আবুল কালাম ঘরের সামনের কক্ষেই ঘুমিয়ে ছিল। বোনের সাথে ধস্তাধস্তির শব্দ পেয়ে ডাকচিৎকার দিয়ে বোনকে বাচাতে এগিয়ে আসলে দুর্বত্তরা তাকে নিশংস ভাবে কুপিয়ে খুন করে।
ডাকাতি বা অন্য কোন কারণে এ ঘটনা সংঘটিত হয়েছে তার এরিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
ওই বাড়িতে আবুল কালাম খান ও তার বোন রীনা বেগম থাকত। অন্য দুই ভাইয়ের মধ্যে আবদুল ছালাম খান পটুয়াখালীর মির্জাগঞ্জ হাসপাতালে প্যারা মেডিকেল চিকিৎসক ও অন্য ভাই সাইদুর রহমান বরিশাল সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী পদে চাকরী করছেন।
বাউফল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা জেনারেল হাসপাতালে এবং বোনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস