পঞ্চগড়ের বোদায় শীতার্ত মানুষের মাঝে ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার ইউটিউব চ্যানেল মুমিন মুসলমান এর আয়োজনে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র বিতরন করেন মাড়েয়া বামনহাট ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু আনছান মোঃ রেজাউল করিম শামীম।
বীর মুক্তিযোদ্ধা নাজিমইদ্দীন প্রধানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ইউটিউব চ্যানেলটির প্রতিষ্ঠাতা মোঃ সারোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, আব্দুল আলিন সহ বোদা উপজেলা প্রেসক্লাবের সদস্যরা। অনুষ্ঠাটি সঞ্চালনা করেন বোদা উপজেলা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক এস এ বাদল খন্দকার।
বাংলা৭১নিউজ/পিকে