বাংলা৭১নিউজ, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর মৃত্যুর দাবীর চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতবার দুপুরে ডেল্টা লাইফ অফিস রুমে মৃত আজাহারুল ইসলামের নমিনী তার মা নুর জাহান বেগমের কাছে ১ লক্ষ ৮ হাজার ৪৫০ টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ও বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটোয়ারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক আনম ওবায়দুল্লাহ।
সভাপতিত্বে করেন ডেল্টা লাইফ ইন্সরেন্স কোম্পানীর বোদা এজেন্সি অফিসের ইনচার্জ মোঃ খাদেমুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডেল্টা লাইফ ইন্সরেন্স কোম্পানীর ইউনিট ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম। এ সময় ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর বিভিন্ন স্তরের মাঠ পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস