ফোর্ডের বিদ্যুত্চালিত গাড়ির কারখানায় ২২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে কানাডা। দেশটির কেন্দ্রীয় ও অন্টারিও প্রদেশের সরকার যৌথভাবে এ বিনিয়োগ করবে বলে খবর প্রকাশ করেছে এএফপি। এক যৌথ সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও অন্টারিওর প্রিমিয়ার ডোগ ফোর্ড এ ঘোষণা দেন।
ট্রুডো বলেন, ইলেকট্রিক গাড়ির কারখানায় বিনিয়োগের এ উদ্যোগ পরবর্তী প্রজন্মের অটোমোবাইল শিল্প গড়ে তোলার পথে অন্যতম প্রাথমিক পদক্ষেপ। এটি কানাডাকে ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যপূরণের পথে এগিয়ে নেবে।
ফোর্ড মোটর কোম্পানি ও কানাডার বৃহত্তম ট্রেড ইউনিয়ন ইউনিফোরের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, ফোর্ড মোটর কোম্পানি পাঁচটি নতুন বিদ্যুত্চালিত গাড়ির মডেল তৈরি করবে। পাশাপাশি এগুলোর ব্যাটারিও উৎপাদন করবে। এ প্রকল্পে কর্মসংস্থান হবে ৫ হাজার ৪০০ জনের। এর মধ্যে ওকভিলের কারখানায় চাকরি পাবেন দেশটির ৩ হাজার নাগরিক।
সংবাদ সম্মেলনে ডোগ ফোর্ড জানান, ১৫ বছরেরও বেশি সময়ের মধ্যে অন্টারিওর অটো খাতে সবচেয়ে বড় বিনিয়োগ হতে যাচ্ছে এটি। এর মধ্য দিয়ে ওকভিলে ফোর্ডের কারখানাটি হতে যাচ্ছে উত্তর আমেরিকার সবচেয়ে বড় বিদ্যুত্চালিত গাড়ির কারখানা।
কানাডায় বর্তমানে বিদ্যুত্চালিত গাড়ির জনপ্রিয়তা বাড়ছে। স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে নতুন করে নিবন্ধিত গাড়ির ৪০ শতাংশই ছিল বিদ্যুত্চালিত।
বাংলা৭১নিউজ/এবি