বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল’র গাতিপাড়া সীমান্ত থেকে পাচারের সময় বুধবার দুপুরে ৬ লাখ ভারতীয় রুপীসহ আব্দুস ছামাদ (৪০) নামে এক মুদ্রা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পাচারকারী আব্দুস ছামাদ বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল’র গাতিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ৬ লাখ ভারতীয় রুপীসহ পাচারকারী আব্দুস ছামাদকে আটক করা হয়। রুপীগুলো ভারত থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করে আনা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস