শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

বেতনের দাবিতে সাকিবের কাঁকড়া ফার্মে শ্রমিকদের বিক্ষোভ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৬২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকায় বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের ‘সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড’র শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। গত চার মাস ধরে বেতন না পেয়ে বিক্ষোভে নামতে বাধ্য হয়েছেন বলে জানান শ্রমিকরা।

একাধিকবার সময় নিয়েও বেতন না দেয়ায় সোমবার (২০ এপ্রিল) সকালে আন্দোলনে শুরু করেন ফার্মের দুই শতাধিক শ্রমিক। তবে সামাজিক দূরত্ব বজায় না রেখে আন্দোলন করায় র্যাবের একটি টহল টিম আন্দোলনরত শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের শ্রমিক মহিদুল ইসলাম বলেন, আমাদেরকে চার মাস যাবত কোনো বেতন দেয়া হয় না। করোনার প্রাদুর্ভাবে কঠিন অবস্থায় দিন কাটাচ্ছি। বাড়িতে খাবার নেই।

অপর শ্রমিক মনোয়ারা বলেন, অসহায় হয়েই সাকিবের কাঁকড়া ফার্মে কাজ করি। কিন্তু গত চার মাস বেতন বন্ধ। করোনা পরিস্থিতিতে ঘরে খাবার নেই। না খেয়ে দিন কাটাচ্ছে ছেলে-মেয়েরা।

রহিমা বেগম নামে এক শ্রমিক বলেন, বাড়িতে সন্তান ও পরিবার ফেলে প্রজেক্টে কাজ করেছি অভাবের তাড়নায়। ঠিকমতো বেতন না পাওয়ায় খুবই কষ্টে আছি।

বুড়িগোয়ালীনী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম জানান, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। ফার্ম কর্তৃপক্ষ বিক্ষোভরত শ্রমিকদের ৩০ এপ্রিলের মধ্যে বেতন পরিশোধ করবেন বলে জানিয়েছে।

এ ব্যাপারে বুড়িগোয়ালীনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন, স্থানীয়রা আমাকে জানিয়েছেন- বেতন না দেয়ায় ক্রিকেটার সাকিব আল হাসানের কাঁকড়া খামারের সামনে শ্রমিকরা বিক্ষোভ করছেন। তাৎক্ষণিক ঘটনাস্থলে ইউপি সদস্যকে পাঠাই ও কাঁকড়া খামারের ম্যানেজারের সঙ্গে ফোনে কথা বলি।

তিনি আরও বলেন, আমি ম্যানেজারকে জানিয়েছি- সাকিব দেশের সম্পদ। তার শ্রমিকরা যদি এই করোনা পরিস্থিতিতে রাস্তায় থাকে তবে তার সম্মান ক্ষুণ্ন হবে। দ্রুত যে কোনোভাবে তাদের বুঝিয়ে বা বেতন দেয়ার ব্যবস্থা করে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করেন। পরে ম্যানেজার জানিয়েছেন, তাদের স্বল্প সময়ের মধ্যেই বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে কথা বলতে সাকিব আল হাসানের কাঁকড়া ফার্ম প্রজেক্টের ম্যানেজার সগীর হোসেন পাভেলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাংলা৭১নিউজ/এফএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com