শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খালেদা জিয়ার বাসভবনে বালুর ট্রাক, মামলা হলো হাসিনার বিরুদ্ধে দুর্গাপূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে ৭ বিশেষ ট্রেন শেরপুরে বন্যায় ২ জনের মৃত্যু, নিখোঁজ তিন চুক্তি করেও চাল না দেওয়া মিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ ৫ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা মেয়েকে হত্যার পর মরদেহ নিয়ে বসেছিলেন মা ৪ হাজার টাকার সুদ দেড় লাখ! জমি লিখে নেন এনজিও মালিক বিশ্ব শিক্ষক দিবস আজ ভারতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৬ মাওবাদী নিহত প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সংলাপে বসছে বিএনপি সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আর নেই জটিলতায় স্বপ্নভঙ্গ ১৮ হাজার শ্রমিককে সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২ হাজার ছাড়িয়েছে দুদক সংস্কার কমিশনের সদস্য হলেন যারা শেরপুরে তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত নাইজেরিয়ায় নৌকাডুবিতে শতাধিক মানুষের মৃত্যুর শঙ্কা ১১টি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য চেয়েছে পর্যালোচনা কমিটি ওয়াশিংটন-নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী গ্রেফতার সেপ্টেম্বরে গণপিটুনিতে ২৮ জনের মৃত্যু

বৃষ্টিতে দিনাজপুরে টমেটোর ব্যাপক ক্ষতির শঙ্কা

দিনাজপুর প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩০ বার পড়া হয়েছে

কয়েক ঘণ্টার বৃষ্টিতে দিনাজপুরে বোরো ধানের উপকার হলেও টমেটো ক্ষেতের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। রোববার (১৯ মার্চ) দিনগত গভীর রাত থেকে সোমবার (২০ মার্চ) সকাল পর্যন্ত হওয়া বৃষ্টিতে টমেটোর ক্ষেতে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকরা কেউ থালা, গামলা ও বালতি দিয়ে ছেঁকে আবার কেউ শ্যালো মেশিন দিয়ে টমেটো ক্ষেতের পানি শুকানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। এতে জেলার ১৩ উপজেলায় কৃষকদের চাষ করা এক হাজার ১৪২ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন টমেটোসহ সবজি, খিরা, বাঙ্গি, কাঁচা মরিচের ব্যাপক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।

jagonews24

জেলার সদর উপজেলার ‘টমেটোর রাজধানী’ খ্যাত ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, টমেটো ক্ষেতে পানি জমে আছে। কৃষকরা ক্ষেত থেকে পানি অপসারণের চেষ্টা করছেন।

সদর উপজেলার কৃষাণ বাজার গ্রামের কৃষক শফিকুল ইসলাম ও বাবুল চন্দ্র রায় বলেন, ‘টমেটোর অবস্থা খারাপ। ফির যদি রাইতত পারি হয় তাইলে মাডার হই যাবি ( আবার যদি রাতে পানি হয় তাহলে সব শেষ হয়ে যাবে)।’

jagonews24

একই গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, তিনি দেড় বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। আর মাত্র ১৫ দিন পরেই টমেটো বিক্রির উপযুক্ত হয়ে যেতো। কিন্তু ক্ষেতে যে পরিমাণ বৃষ্টির পানি জমেছে তাতে টমেটো গাছগুলো পচে যাবে। এতে ব্যাপক ক্ষতি হয়ে যাবে।

শ্যালো মেশিন দিয়ে টমেটো ক্ষেত থেকে পানি অপসারণ করছিলেন কৃষক কৃষ্ণ চন্দ্র রায়। তিনি বলেন, ‘ভগবান জানে টমেটো গাছ বাঁচবে কি না? আপ্রাণ চেষ্টা করে শ্যালো মেশিন দিয়ে পানি শুকিয়েছি। এখন হাতে গামলা নিয়ে বাকি পানি শুকানোর চেষ্টা করছি। অনেক খরচ হয়ে গেছে। যদি শেষ রক্ষা হয়।’

jagonews24

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান বলেন, জেলার ১৩ উপজেলায় এক হাজার ১৪২ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ হয়েছে। তবে বৃষ্টি টমেটোর ক্ষতির কারণ হতে পারে। বৃষ্টি যদি স্থায়ী না হয় তাহলে ক্ষতির পরিমাণ অনেক কম হবে। তবে এখনো তেমন ক্ষতির আশঙ্কা নেই।

তিনি আরও বলেন, বৃষ্টিতে বোরো ধানের উপকার হয়েছে। এতে সেচ কম লাগবে। তবে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে খিরা, বাঙ্গি, কাঁচা মরিচের তেমন ক্ষতির আশঙ্কা নেই বললেই চালে। দিনাজপুরে এ ফসলগুলো তুলনামূলক কম এবং মৌসুমের শেষ পর্যায়ে রয়েছে।

jagonews24

দিনাজপুর আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান বলেন, রোববার রাত থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত দিনাজপুরে ২৯ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com