শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে টানা চারদিন দিন মৃদু শৈত্যপ্রবাহ ইয়েমেনের বিমানবন্দরে হামলা, অল্পের জন্য বাঁচলেন ডব্লিউএইচও প্রধান গান পাউডার ব্যবহার হয়েছে কি না, খতিয়ে দেখতে ‘বিস্ফোরক বিশেষজ্ঞ’ পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত, আহত ৫ নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ ক্রীড়া পরিষদে অস্থায়ী অফিস ক্রীড়া মন্ত্রণালয়ের মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং যেখানে চলবে ক্ষতিগ্রস্ত পাঁচ মন্ত্রণালয়ের কার্যক্রম সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু

বিসিএস ইকনমিক এসোসিয়েশনের শোক বার্তা 

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৩৭৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: বিসিএস ইকনমিক ক্যাডারের কর্মকর্তা ও সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সহকারি প্রধান নাজিয়া আফরিন চৌধুরী  এবং উম্মে সালমা নেপালের ত্রিভূবন বিমানবন্দরে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। নেপালের রাজধানী কাঠমুন্ডুতে একটি সরকারি সফরকালে এ দুর্ঘটনা ঘটে। আমরা তাঁদের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

জনাব নাজিয়া আফরিন চৌধুরী ঢাকার নবাবগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ০১ সেপ্টেম্বর ১৯৭০ তারিখে  জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় হতে মাধ্যমিক এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে ১৯৮৮ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ভূগোল বিভাগে ১৯৯১ সালে স্মাতক ও ১৯৯২ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। জনাব নাজিয়া পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং সাধারণ অর্থনীতি বিভাগে কর্মরত ছিলেন। তিনি স্বামী, বাবা-মা, বন্ধু-বান্ধব ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।

জনাব উম্মে সালমা টাংগাইল জেলার দিমুলিয়ায় ১১ ডিসেম্বর, ১৯৭৯ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি বনানী বিদ্যানিকেতন হতে ১৯৯৫ সালে এস,এস,সি ও হলিক্রস কলেজ থেকে ১৯৯৭ সালে এইচ,এস,সি সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) হতে ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে ২০০৪ সালে স্নাতক ডিগ্রী অর্জন করেন।

পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ণ বিশ্ববিদ্যালয় হতে AUSAID স্কলারশীপের আওতায় স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। মেধাবী এ কর্মকর্তা কর্মজীবনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও সাধারণ অর্থনীতি বিভাগে কর্মরত ছিলেন। তিনি স্বামী, এক কন্যা সন্তান, বাবা-মা,  বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর।

বিসিএস ইকনমিক ক্যাডারের অত্যন্ত মেধাবি, সদালাপী, বিনয়ী, ধার্মিক ও সম্ভাবনাময় এ দু’জন কর্মকর্তা চাকুরি জীবনে বিশেষভাবে সুনামধারী ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তাঁদের এই অকাল মৃত্যুতে বিসিএস ইকনমিক ক্যাডারের সকল সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সরকারের এই দু’জন দক্ষ ও প্রতিশ্রুতিশীল কর্মকর্তাদের অকাল প্রয়াণ দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

আমরা সহকর্মী এ দু’জন কর্মকর্তাসহ দুর্ঘটনায় নিহত সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি । মহান রাব্বুল আলামীন তাঁদের শোক সন্তপ্ত পরিবারকে এই শোক বহন করার শক্তি প্রদান করুন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com