বাংলা৭১নিউজ, মংলা প্রতিনিধি: আসুন প্লাস্টিক দুষন বন্ধ করি ’’প্লাস্টিক পুন:ব্যবহার করি ,না পারলে বর্জন করি এ প্রতিপাদ্য বিষক কে সামনে রেখে মংলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে মংলায় র্যালী ও আলোচনা সভা করেছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ।
আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন একটি র্যালী বের করে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয় ।
এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম,উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ আল মামুন,উপজেলা প্রকৌশলী মোঃ রবিউর ইসলাম। এরপর মংলা সরকারি কলেজের সামনে বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজনে মানববন্ধন করা হয়।
এসময় বক্তব্য রাখেন মংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার,সরকারি টিএ ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাইদ খান,বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট শাখার সভাপতি মোঃ নুর আলম শেখ,আওয়ামী যুবলীগের সভাপতি শেখ কামরুজ্জামান জসিম প্রমুখ ।
এছাড়াও বিকেলে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেন উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটি সভাপতি সুধান হালদার,সাধারন সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ খান, মংলা প্রেস ক্লাবের সভাপতি এইচএম দুলাল , বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট শাখার সভাপতি মোঃ নুর আলম শেখ।
বাংলা৭১নিউজ/জেএস