শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

বিশ্বে করোনায় আরও ১১০০ মৃত্যু, শনাক্ত সোয়া দুই লাখ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২৫ বার পড়া হয়েছে

বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বাড়লেও কমেছে সংক্রমণ। এসময়ে এক হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে আর সংক্রমিত হয়েছেন দুই লাখ ৩২ হাজার ৯৮৭ জন। ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন চার লাখ ৫৩ হাজার ৮৭৬ জন।

এ নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৭২ হাজার ৩৩৫ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৮১ লাখ ২৯ হাজার ৬২২ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৬৩ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৭৭ জন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। শনাক্তের দিক থেকে তালিকার ৭ নম্বর থাকা দেশটিতে একদিনে আরও ৭০ হাজার ৯২১ জন শনাক্ত ও মারা গেছেন ১৮০ জন। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৫৩ হাজার ৪৯৯ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন দুই কোটি ৭১ লাখ ৮৭ হাজার ৩৯৪ জন।

বিশ্বে করোনায় আরও ১১০০ মৃত্যু, শনাক্ত সোয়া দুই লাখ

দৈনিক মৃত্যুতে জাপানের পরেই রয়েছে ফ্রান্স। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৭৮ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ৮ হাজার ২১৩ জন। শনাক্তের দিক থেকে তালিকার ৩ নম্বর থাকা দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ১ লাখ ৬০ হাজার ৬১৭ জন এবং শনাক্ত হয়েছেন ৩ কোটি ৮৮ লাখ ৯৯ হাজার ৯০৫ জন।

শনাক্তের দিক থেকে তালিকার পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ২৯ হাজার ৫৭৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ৬ লাখ ৯১ হাজার ৯৯৪ জন এবং শনাক্ত ৩ কোটি ৫৯ লাখ ৪৩ হাজার ৭২০ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছেন ৬ হাজার ৩৪১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৭ লাখ ২২ হাজার ৪১৫ জন এবং মোট মারা গেছেন ৩ লাখ ৯৩ হাজার ৫০ জন।

বিশ্বে করোনায় আরও ১১০০ মৃত্যু, শনাক্ত সোয়া দুই লাখ

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১২০ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছে ১৯ হাজার ৮৯৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত মোট মারা গেছেন ১১ লাখ ১৩ হাজার ৩০৭ জন এবং শনাক্ত হয়েছেন ১০ কোটি ১৮ লাখ ২৫ হাজার ৭৯ জন।

থাইল্যান্ডে একদিনে ১১৩ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪১৯ জন। এ নিয়ে দেশটিতে মোট মারা গেছেন ৩৩ হাজার ৫০৫ জন এবং শনাক্ত হয়েছেন ৪৭ লাখ ১৮ হাজার ৯০৮ জন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় মারা গেছেন ৩৯ জন এবং শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৬৬২ জন; তাইওয়ানে মৃত্যু ২৩ এবং শনাক্ত ১০ হাজার ৩৬৫ জন; ইন্দোনেশিয়ায় মৃত্যু ২৬ এবং শনাক্ত ৮০৯ জন; চিলিতে মৃত্যু ২৮ এবং শনাক্ত ২ হাজার ৫৯৬ জন; ফিলিপাইনে মৃত্যু ৩০ এবং শনাক্ত ৮৬৩ জন; রোমানিয়ায় মৃত্যু ৩১ এবং শনাক্ত ৩ হাজার ৩৮৬ জন; ডেনমার্কে মৃত্যু ২৭ এবং শনাক্ত ১ হাজার ৪৭১ জন; হংকংয়ে মৃত্যু ৩৯ জন এবং শনাক্ত ১৫ হাজার ৩৮৩ জন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com