বাংলা৭১নিউজ,ডেস্ক: ঐতিহাসিক ও ঐতিহ্যমন্ডিত স্থাপনার জন্য অনেক আগে থেকেই বিখ্যাত ভারতের হায়দরাবাদ। সম্প্রতি সেখানকার একটি মসজিদ আলোচনায় উঠে এসেছে। জিন মসজিদ নামের মসজিদটি বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
হায়দরাবাদের মীর আলম লেকের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পাহাড়ের চূড়ায় অবস্থিত মসজিদটি। ১৬ শতকে মসজিদটি নির্মিত হয়। গোলাকুন্ডা রাজ্যের কুতুবশাহী সুলতান আব্দুল্লাহ কুতুব শাহের আমলে ইরাক থেকে আগমন করেন সুফি মীর মাহমুদ। তার নামেই এ পাহাড় ও মসজিদটির নামকরণ করা হয়।
সমতল থেকে ৫৩০ মিটার উচ্চতার পাহাড় চূড়ায় একটি খিলানের ওপর ভর করে দাঁড়িয়ে আছে ছোট্ট এ মসজিদটি। মেহরানের আদলে তৈরি মসজিদটির দুটি মিনারও রয়েছে।
বাংলা৭১নিউজ/সি এইস