সোমবার, ০১ জুলাই ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মকর্তাদের কাজ করতে হবে সব বিভাগে ভারী বর্ষণের সতর্কতা, ভূমিধসের শঙ্কা আরও ৫০০ কোটি ডলার দান করলেন ওয়ারেন বাফেট ‘সুন্দরবনের মধু’ বাংলাদেশের জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে নিত্যপণ্যের দাম নাগালে রাখতে কর্পোরেট নির্ভরশীলতা কমাতে হবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন সংস্থার এপিএ চুক্তি এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত প্রায় ১০ হাজার বাজেটে বিদেশনির্ভরতা কমিয়ে আনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী বিরোধীদের রেকর্ডভাঙা জয়ের পূর্বাভাস, কত আসন পাবে লেবার পার্টি বিশ্ববিদ্যালয় অচল হলে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত ভারতকে রেল করিডোর দেওয়া দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিদেশ যেতে মতিউরের স্ত্রীর আবেদন এবার সেই ফয়সালকে বগুড়ায় বদলি সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবুর হাইকোর্টে জামিন শিক্ষার দুর্নীতি ভাষায় প্রকাশ করা যায় না পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীরা এইচএসসি পরীক্ষার সময় বৃষ্টি হলে সময় বাড়বে নুর ও রাশেদের বিরুদ্ধে ভবন মালিকের মামলার প্রতিবেদন পেছাল ৯৯৯-এ ফোন করে মেঘনায় আটকে পড়া ৭ ছাত্র উদ্ধার বেড়েছে অনলাইন জুয়া, নিয়ন্ত্রণে দরকার সমন্বিত প্রচেষ্টা

বিশ্বকাপ মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২ জুন, ২০১৯
  • ৫৯ বার পড়া হয়েছে

 

বাংলা৭১নিউজ,ডেস্ক: ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। রোববার লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় খেলাটি শুরু হবে।

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরে ব্যাকফুটে রয়েছে দক্ষিণ আফ্রিকা। চাপে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সেরাটা উজার করে দিতে পারলে জয়ে বিশ্বকাপ শুরু সম্ভব টাইগারদের।

লন্ডনের কেনিংটন ওভালের এ মাঠে সাধারণত সুবিধা পেয়ে থাকেন ব্যাটসম্যানরা। এ ম্যাচেও ব্যাটিং সহায়ক উইকেট থাকার সম্ভাবনা বেশি।

এ মাঠে ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩০৫ রান করেছিল বাংলাদেশ। এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও হয়েছে এ মাঠে। সেখানে প্রথম ইনিংসে ৩১১ রান তুলেছে ইংল্যান্ড।

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা যে উইকেটে খেলেছে, সেই পিচেই খেলা হওয়ার কথা রয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার।

গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে চমকে দিয়েছিল বাংলাদেশ। সে ধারাবাহিকতায় গত চার বছরে দারুণ কিছু সাফল্য পায় লাল-সবুজের দল। এবার আরেকটি বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে মাশরাফিরা। আজই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নতুন এই যুদ্ধ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে এই ম্যাচ।

অবশ্য দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ মিশন শুরু হয়েছে প্রথম দিনই। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে তারা হেরেছে বড় ব্যবধানে। তাই বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে থাকবে তারা।

অবশ্য বাংলাদেশ দলে আছেন পঞ্চপাণ্ডব, যাঁদের অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ। তাঁরা পারেন প্রয়োজনে দলকে দারুণ সব সাফল্য এনে দিতে। এ ছাড়া একঝাঁক তরুণ ক্রিকেটার রয়েছেন দলে। সাব্বির রহমান, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিনের মতো ক্রিকেটার রয়েছেন।

নিজেদের সাফল্যে আশাবাদী হলেও প্রতিপক্ষকে এগিয়ে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা ফেভারিট নই। উইকেট বলেন, সব জায়গায় তারা আমাদের চেয়ে এগিয়ে। এটাও সত্য, ম্যাচে আমরা নিজেদের সেরাটাই খেলব। আমাদের প্রস্তুতি বেশ ভালো। অবশ্যই আমরা জিততে চাই। আশা করছি, সেভাবেই খেলব। দলের খেলোয়াড়রাও প্রস্তুত নিজেদের সেরাটা দিতে।’

ত্রিদেশীয় সিরিজ জিতে দারুণ আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ডে পা রেখেছে টাইগাররা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের প্রথমটি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরেছে ৯৫ রানে।

এদিকে অনুশীলনের সময় বাঁ হাতে ব্যথা পান ওপেনার তামিম ইকবাল। রিপোর্টে তেমন কিছু ধরা না পড়লেও এই ওপেনারকে প্রথম ম্যাচে পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা আছে।

এদিকে ইনজুরির কারণে আগের ম্যাচে ছিলেন না প্রোটিয়া পেইসার ডেল স্টেইন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই।

ওয়ানডেতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ২০ ম্যাচে। ১৭ বার হারের বিপরীতে তিনবার জয় পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান/মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তাজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক, অ্যাডাম মার্কওরাম, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ভেন ডার ডাসুন, জেপি ডুমিনি, আন্দিলে ফেহলুকায়ো, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনজিডি এবং ইমরান তাহির।

বাংলা৭১নিউজ/এসই

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com