মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায় এবং বিরামপুর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরেনারী হাসপাতালের পুষ্টি,মেধা,দারিদ্র্য বিমোচনের আয়োজনে আজ বুধবার পাইলট হাইস্কুল মাঠে প্রাণি সম্পদ প্রদর্শনী করা হয়েছে। এতে ৪০টি স্টল অংশ গ্রহন করেন।
এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাছ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু ও মেসবাউল ইসলাম ম-ল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ এআরএম আল মামুন, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান প্রমূখ।
বাংলা৭১নিউজ/এবি