বাংলা৭১নিউজ,(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলার রানিপুকুর ইউনিয়নের রাঙ্গন হাড়িপুকুর গ্রামে কিবরিয়া হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত কিবরিয়া একই ইউনিয়নের হালজাই গ্রামের আব্দুল হান্নান মাস্টারের ছেলে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, রোববার সন্ধ্যায় রাঙ্গন (হাড়িপুকুর) গ্রামের স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় কিবরিয়াকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিযয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলা৭১নিউজ,/এমএস