অবরোধ হরতালকে কেন্দ্র করে নাশকতার প্রস্তুতিকালে ছাত্রদলের দুই সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। এ নিয়ে মোট ৯৮জন নাশকতাকারীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব। র্যাব জানায়, বিভিন্ন এলাকা থেকে অপরাধীরা ঢাকায় এসে নাশকতা করছে।
গ্রেফতাররা হলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোয়াইব আহম্মেদ সজীব (২৮) ও নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্রদলের সক্রিয় সদস্য মো. জরিপ হোসেন (২৩)।
সোমবার (২০ নভেম্বর) রাজধানীর টিকাটুলি র্যাব-৩ সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন এলাকা থেকে ঢাকায় এসে নাশকতা করছে অপরাধীরা। সম্প্রতি ঢাকাসহ সব বিভাগীয় ও জেলা শহরে বিভিন্ন মামলার আসামিরা নাশকতা সৃষ্টির লক্ষ্যে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মো. ইমনের নেতৃত্বে ১২ থেকে ১৫ জনের দল একত্রিত হয়।
পরে সকাল সাড়ে ৮টায় মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজার এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে সড়ক অবরোধ ও নাশকতার চেষ্টাকালে র্যাব সদস্যরা গ্রেফতারের চেষ্টা করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। কিন্তু ঢাকা কলেজ ছাত্রদলের সম্পাদক সোয়াইব আহম্মেদ সজীব এবং নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্রদলের সক্রিয় সদস্য জরিপ হোসেনকে পিকেটিং করার সময় হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-৩ এর সদস্যরা।
র্যাব অধিনায়ক আরও বলেন, এ এলাকায় র্যাবের অভিযান চলমান রেখে জড়িতদের আইনের আওতায় না আসা পর্যন্ত অভিযান চলমান।এছাড়া পলাতক আসামিদের গ্রেফতারের জন্য গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলা৭১নিউজ/এআরকে