বাংলা৭১নিউজ, হবিগঞ্জ প্রতিনিধি: কয়েক দিনের টানা বর্ষণে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে হবিগঞ্জ খোয়াই নদীর পানি। হুমকিতে পড়েছে শহর রক্ষা বাঁধটিও। তাই হবিগঞ্জ শহর এখন প্রচন্ড ঝুঁকির মধ্যে রয়েছে। বাঁধ ভেঙ্গে যেকোনো সময় পানিতে তলিয়ে যেতে পারে হবিগঞ্জ শহর। এনিয়ে উদ্বেগ-আতঙ্কের মধ্যে রয়েছে শহরের বাসিন্দারা।
শহর রক্ষা বাঁধের কয়েকটি জায়গায় বেশি ঝূঁকিপূর্ণ থাকায় মাইকিং করে সংশ্লিষ্ট এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে বলেও জানা গেছে।
সর্বশেষ মঙ্গলবার সকালে খোয়াই নদীর পানি আরো বেড়ে বিপদসীমার ২৭০ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাল্লা থেকে শেষপ্রান্ত মাদনা পর্যন্ত এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। তবে বেশি আতঙ্কিত শহরবাসী ।
এদিকে, মঙ্গলবার রাত থেকেই হুমকিতে থাকা শহর রক্ষা বাঁধটি রক্ষায় শত শত মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকাবাসী বাঁধের পাশে অবস্থান করছেন।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক দিনের টানা বর্ষণের কারণে খোয়াই নদীর পানি বেড়েছে।এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলাম গণমাধ্যমকে জানান, সতর্কতার জন্য হিসেবে মাইকিং করা হয়েছে। শহরের ৩/৪টি স্থানে বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
সকাল ৮টায় শহরের মাছুলিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ২৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে নদীর উজানে বাংলাদেশ অংশের বাল্লা সীমান্ত এলাকায় পানি কমছে। তবে এর প্রভাব শহরে পড়তে আরও ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগবে।
যদি নদীর বাঁধ ভেঙ্গে যায় তাহলে শহরের অন্তত ৮ ফুট উপরে পানি থাকবে। কারণ নদীর তলদেশ উঁচু হয়ে গেছে। পানির বর্তমান অবস্থান প্রায় ১২ ফুট উপরে।
অপরদিকে, কয়েক দিনের টানা বর্ষণের কারণে হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানেও জলাবদ্ধতা লেগে গেছে। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে জলাবদ্ধতা থাকায় চরম ভোগান্তিতে পড়েছে মানুষ।
বাংলা৭১নিউজ/জেএস