গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ স্থানটি দখল করেছে আইসিবি ইসলামী ব্যাংক। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি।
গেলো সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ২৩ দশমিক ৮৮ শতাংশ। টাকার অংকে প্রতিটি শেয়ারের দাম কমেছে ১ টাকা ৬০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৫ টাকা ১০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৬ টাকা ৭০ পয়সা।
অবশ্য এই দাম কমার আগে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ছয় মাস ধরে বাড়ে। গত ৪ মে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৩ টাকা ৫ পয়সা। সেখান থেকে বাড়তে বাড়তে প্রতিটি শেয়ারের দাম ৭ টাকা ৩০ পয়সা পর্যন্ত ওঠে।
হঠাৎ শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি দীর্ঘদিন ধরে লোকসানের মধ্যে হাবুডুবু খাচ্ছে। ফলে বছরের পর বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ দিতে পারছে না। যে কারণে শেয়ারবাজারের পচা বা ‘জেড’ গ্রুপে স্থান হয়েছে কোম্পানিটির। সর্বশেষ চলতি বছরের জানুয়ারি-জুন এই ছয় মাসের ব্যবসায় কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩২ পয়সা।
এদিকে দাম কমে যাওয়ার পরও গত সপ্তাহে বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে রাজি হয়নি। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ২৭ লাখ ১৭ হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয় ১ কোটি ৪৫ লাখ ৪৩ হাজার টাকা।
আইসিবি ইসলামী ব্যাংকের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ২২ দশমিক ৯৪ শতাংশ। ২০ দশমিক ৫১ শতাংশ দাম কমার মাধ্যমে পরের স্থানে রয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ।
এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১৯ দশমিক ৫২ শতাংশ, দেশ গার্মেন্টেসের ১৮ দশমিক ৪২ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১৭ দশমিক ৬৭ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ১৫ দশমিক ৬০ শতাংশ, আজিজি পাইপের ১৫ দশমিক ৪৩ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১৪ দশমিক ৯৪ শতাংশ ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৪ দশমিক ৪১ শতাংশ দাম কমেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ