বাংলা৭১নিউজ, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০ টার দিকে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের বরুইমহল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুর রউফ গাজী (৫০)। তিনি বরুইমহল গ্রামের মৃত কালু গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী গোলাম রাব্বানী জানান, সকালে আব্দুর রউফ রস অহরণের জন্য তার বাড়ির পাশে একটি তাল গাছে দড়ি দিয়ে বাঁশ বাঁধছিলেন। এসময় অসাবধানতাবশতঃ বাঁশের মাথার একটি অংশ বিদ্যুৎ এর তারে লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবির দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরায় আটক ৩৯
সাতক্ষীরা পুলিশের বিশেষ অভিযানে ৩৯ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে একজন বিএনপি ও একজন জামায়াতের কর্মী রয়েছে বলে জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন।
বাংলা৭১নিউজ/জেএস