নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতির সময় ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খুদে বার্তায় জানানো হয়, এ বিষয়ে রোববার (২০ আগস্ট) সকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন যুগ্ম পুলিশ কমিশনার খোন্দকার নুরুন্নবী।
এদিকে, বিএনপির নেতারা জানিয়েছেন, ছাত্রদলের ওই ছয় নেতাকে শনিবার সকালে আজিমপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ