গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে বিজয়ী ইউপি সদস্য ও তার কর্মী-সমর্থকদের হামলায় পরাজিত ইউপি সদস্য প্রার্থী (বর্তমান মেম্বার) শহিরুল ইসলাম নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় নবনির্বচিত ইউপি সদস্য ফিরোজ কবির বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় চৌরাস্তা মোড়ে পরাজিত মেম্বার প্রার্থী শাহারুলের কর্মী শামসুল হককে সামনে পেলে ফিরোজ কবির ও তার কর্মীরা মারপিট করতে থাকেন। এ খবর পেয়ে বর্তমান মেম্বার শাহারুল তার কর্মীকে উদ্ধারে গেলে তার ওপরও হামলা চালান ফিরোজ কবিরসহ প্রতিপক্ষরা।
এ সময় শাহারুলের বিশেষ অঙ্গে আঘাত করলে তিনি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে স্বজনরা গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাহারুল বর্তমান ইউপি সদস্য ও হরিরামপুর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
অপরদিকে নবনির্বাচিত ইউপি সদস্য ফিরোজ কবির হরিরামপুর ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
গাইবান্ধা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুমাইয়া আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/সিএফ