বাংলা৭১নিউজ,ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে বিজয়ের প্রথম প্রহরে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল আতশবাজি উৎসব। দিবসের প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটে কলেজের টেনিস গ্রাউন্ডে এ আতশবাজি উৎসব শুরু হয়।
দেশের এ গৌরবের দিনে এমন আয়োজনের ফলে পুরো ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ। আতশবাজি উৎসবে কলেজের সাধারণ শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল। শুধুমাত্র শিক্ষার্থীরা নয়, বর্ণিল আতশবাজি উৎসব দেখতে ক্যাম্পাসে ভিড় জমায় আশেপাশের সাধারণ মানুষজনও।
উৎসবে ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন হলের তত্ত্বাবধায়কগণ উপস্থিত ছিলেন।
আতশবাজি উৎসবের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ। তিনি বলেন, আজ মহান বিজয় দিবস। আজকের দিনটি বাঙালি জাতির সর্বোচ্চ গৌরবের দিন। পাকিস্তানি শাসন, শোষণ, নির্যাতনের শৃঙ্খল ভেঙে বাঙালি জাতির মুক্তির জন্য ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়। আমদের সবাইকে এ স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার্থে একযোগে কাজ করতে হবে। কোনো প্রকার অশুভ শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তরুণ প্রজন্মকে দেশের প্রতি তাদের দায়বদ্ধতার আবশ্যকতা অনুধাবন করতে হবে।
বাংলা৭১নিউজ/জেড এইচ