রাজধানীর পল্টন এলাকার বিজয়নগরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। পুলিশের দাবি, অবরোধের সমর্থনে বের হওয়ার বিএনপির নেতাকর্মীরা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা সোয়া ১টার দিকে বিজয়নগর পানির ট্যাংক এলাকা থেকে অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীদের একটি মিছিল বের হয়। মিছিল থেকে বিজয় নগরে একটি ককটেল বিস্ফোরণ করে তারা। এরপর তারা একটি প্রােইভেট কার ভাঙচুর করার চেষ্টা করে। পরে পল্টন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারটি ভাঙচুরের হাত থেকে রক্ষা করে।
এর আগে সকাল থেকে পল্টন, বিজয়নগর এলাকায় বিক্ষিপ্ত মিছিল করে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। গণতন্ত্র মঞ্চের মিছিলের সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবে সেখান থেকে পুলিশ কাউকে আটক করেনি বলে জানা গেছে।
এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় আজও পুলিশের অবস্থান রয়েছে। কোনো নেতাকর্মীকে সেখানে যেতে বা ওই এলাকায় মিছিল করতে দেখা যায়নি। নয়াপল্টনে পুলিশ বেশ সতর্ক অবস্থায় রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচবি