বুধবার, ২৬ জুন ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নেপালে বজ্রসহ ভারী বৃষ্টি, দুই দিনে ২০ জনের মৃত্যু হিন্দু সেজে ২৩ দিন পাহাড়ের মন্দিরে ছিলেন ফয়সাল-মোস্তাফিজ তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার কর্মসম্পাদন চুক্তি আরও এক বছর প্রধানমন্ত্রীর মুখ্যসচিব থাকছেন তোফাজ্জল রাশিয়া-চীন-ভারতসহ উন্নত দেশ থেকে সমরাস্ত্র কেনা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার ডলার: পলক তারেককে ফেরাতে জোর কূটনৈতিক তৎপরতা চলমান: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি থেকে ফয়সাল-মোস্তাফিজ গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার, বিস্ফোরিত মাঝ-আকাশেই তিস্তা সেচ ক্যানেলের ধারে পড়ে থাকা মাইন সদৃশ বোমা উদ্ধার ৩৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই : শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ভাই-বোন নিহত ইসলামী ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নতুন ঠিকানায় পূবালী ব্যাংকের ঢাকা স্টেডিয়াম শাখা মেডিক্যাল কলেজে পড়াশোনার মান বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ইকো-ট্যুরিজম সম্প্রসারণে একযোগে কাজ করবে বাংলাদেশ ও মালদ্বীপ সালিশদারকে হত্যার ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন গঙ্গা-তিস্তা নিয়ে ভারত সরকারকে প্রশ্ন করার পরামর্শ মন্ত্রীর

বিচারপতিদের অভিযোগ ঘিরে ভারতে আলোড়ন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮
  • ৯১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: এমন ঘটনা আগে কখনোই দেখেনি ভারত৷ সুপ্রিম কোর্টের ৪জন বিচারপতি সরাসরি অভিযোগ তুললেন সুপ্রিমক কোর্টের কর্মপদ্ধতি এবং প্রধান বিচারপতির বিরুদ্ধে৷ তাঁরা বললেন, সুপ্রিম কোর্ট গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলছে না৷

অভূতপূর্ব ঘটনা৷ স্বাধীনতার সত্তর বছরের মধ্যে ভারতীয় ইতিহাসে এমন ঘটনা ঘটেনি৷ ভারতীয় সুপ্রিম কোর্টের ৪জন বিচারপতি একত্রে সাংবাদিক সম্মেলন করলেন এবং জানালেন, যেভাবে সুপ্রিম কোর্টে কাজ হচ্ছে, তা স্বচ্ছ নয় এবং ভারতীয় গণতন্ত্রের দিক থেকে বিষয়টি উদ্বেগজনক৷

ভারতীয় সংবিধান অনুযায়ী, গণতন্ত্রের তিনটি প্রধান স্তম্ভ৷ আইনবিভাগ, বিচারবিভাগ এবং প্রশাসন৷ সংবিধান অনুযায়ী, কোনো বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করতে পারবে না৷ বস্তুত ভারতীয় গণতন্ত্রের ভিত্তিটিই দাঁড়িয়ে আছে এই ভাবনার উপর৷ ৪ বিচারপতি সাংবাদিক বৈঠকে যা বলেছেন, তা ওই মূল ধারনাটির উপরেই প্রশ্ন তুলে দিয়েছে৷ বিচারপতি যষ্টী চেলামেশ্বর, রঞ্জন গগোই, মদন লকুর এবং কুরিয়ান জোসেফের অভিযোগ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র ভারতীয় গণতন্ত্রকে গুরুত্ব দিচ্ছেন না৷ যেভাবে তিনি সুপ্রিম কোর্ট চালাচ্ছেন, তা গণতন্ত্রবিরোধী এবং স্বচ্ছতার পরিপন্থি৷

যদিও তাঁদের অভিযোগের ভিত্তি নিয়ে বিচারপতিরা কথা বলতে চাননি৷ তাঁদের বক্তব্য, অভিযোগের গভীরে গেলে সুপ্রিম কোর্টের অগণতান্ত্রিক ছবিটি আরও স্পষ্ট হবে৷ ভারতীয় গণতন্ত্রের পক্ষে যা খুব সুখের হবে না৷ তাঁদের আশা, তাঁদের অভিযোগ শোনার পর বিষয়টির দিকে গুরুত্ব প্রদান করা হবে৷

বস্তুত, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে সুপ্রিম কোর্টের এই ৪ বিচারপতি তাঁদের অভিযোগ জানিয়েছেন৷ তাঁদের সাংবাদিক বৈঠকের কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র প্রশাসনকে নির্দেশ দিয়েছে যে, বিচারপতি লোয়া’র অস্বাভাবিক মৃত্যুর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং সে বিষয়ে যাবতীয় কাগজপত্র যেন সোমবারের মধ্যে জমা দেওয়া হয়৷

42123528_401

গুজরাটে সোহরাব উদ্দিন ফেক এনকাউন্টার মামলার বিচার করছিলেন বিচারপতি লোয়া৷ ঘটনার প্রধান অভিযুক্ত ছিলেন বিজেপি’র বর্তমান সর্বভারতীয় সভাপতি অমত শাহ৷

অভিযোগ, মামলাটিকে ভুল প্রমাণ করতে লোয়াকে ১০০ কোটি টাকা ঘুস দিতে চাওয়া হয়েছিল৷ কিন্তু লোয়া তা নিতে চাননি৷ এরপরেই নাগপুরে এক সহকর্মীর পারিবারিক বিয়েতে গিয়ে লোয়া’র অস্বাভাবিক মৃত্যু হয়৷ যদিও সেই মৃত্যুর সঠিক তদন্ত হয়নি বলেই অভিযোগ তাঁর পরিবারের এবং বন্ধুদের৷ পরবর্তীকালে অমিত শাহও সোহরাব উদ্দিন মামলায় ক্লিন চিট পেয়ে যান৷

অনেকেরই ধারণা, সেই সময় থেকেই সুপ্রিম কোর্টের এক শ্রেণির বিচারপতি ক্ষুব্ধ৷ বিচারবিভাগের উপর রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগও তোলা হয়েছে কোনও কোনও মহল থেকে৷ বিচারপতিদের সাংবাদিক বৈঠকে সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে বলে কোনো কোনো মহলের ধারনা৷ যদিও ৪ বিচারপতি লোয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে সাংবাদিক বৈঠকে কোনো আলোচনা করেননি৷

৪ বিচারপতির সাংবাদিক বৈঠক নিয়ে রীতিমতো আলোড়ন ছড়িয়েছে দেশে৷ কোনো কোনো মহল বিষয়টিকে স্বাগত জানিয়েছেন৷ কিন্তু অনেকেরই মতে, এই ঘটনা দেশের গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়৷ এর ফলে সুপ্রিম কোর্টের সম্মানহানি ঘটেছে৷ সুপ্রিম কোর্টের স্বনামধন্য প্রাক্তন বিচারপতি আরএস সোধীর মতে, বিচারপতিরা সিস্টেমের মধ্যে থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চালাতে পারতেন৷ প্রকাশ্যে সাংবাদিক বৈঠক না করলেও চলত৷

অন্যদিকে বিশিষ্ট আইনজীবী ইন্দিরা জয়সিংয়ের মতে, এ এক ‘ঐতিহাসিক’ ঘটনা৷ কেন্দ্রের বিরোধী দল কংগ্রেস টুইট করে জানিয়েছে, সুপ্রিম কোর্টের ৪ জন বাচিরপতির উদ্বেগ অত্যন্ত চিন্তার৷ সূত্র: ডয়চে ভেলে।

বাংলা৭১নিউজ/এ্সএইচবি

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com