সংকট কাটিয়ে ২০ দিন পর আজ থেকে শুরু হচ্ছে পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন।
রোববার (২৫ জুন) সকালে এ বিদ্যুৎ কেন্দ্রটির বয়লার স্টার্টাট আপ করা হয়। তাই সকাল থেকে চুল্লি থেকে বের হচ্ছে ধোয়া। বিকাল চারটায় টারবাইনে কয়লা ভরা শেষ হবে। তখন (৬৬০ মেগাওয়াটের) একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে।
বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব।
তিনি জানান, ইতোমধ্যে বয়লার স্টার্টাট আপ করা হয়েছে। টারবাইবনে কয়লা ভরাট চলছে। বিকাল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে এবং জাতীয় গিডে যুক্ত হতে পারে।
উল্লেখ্য, এর আগে গত ৫ জুন কয়লা সংকটে বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর এ কেন্দ্রটির প্রথম ইউনিট (৬৬০) মেগাওয়াট বন্ধ হয় ২৫ মে। এতে লোডশেডিংয়ের কবলে পড়ে পুরো দেশ। পরে গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ পায়রা বন্দরে এসে পৌঁছায়।
ওই দিন সকাল থেকে ইনার অ্যাংকোরেজে শুরু হয় কয়লা খালাস কার্যক্রম। পরে শুক্রবার দিবাগত রাতে তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে জাহাজটি নিয়ে এসে কয়লা খালাস শুরু হয়।মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে আসে।
বাংলা৭১নিউজ/এসএইচবি