কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
রৌমারী থানার ওসি সাজেদুল ইসলাম জানান, বেহুলার চর সীমান্তে ভারত থেকে গরু পাচারের সময় বিএসএফ’র গুলিতে আহত হন বাংলাদেশি গরু ব্যবসায়ী মনছের। পরে রৌমারী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিজিবি মোল্লার চর ক্যাম্প প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে, তবে এখন পর্যন্ত তার কোন জবাব দেয়নি বিএসএফ। ময়না তদন্তের জন্য নিহত মনসেরের মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।