বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে ১৪হাজার কমিউনিটি ক্লিনিক মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। জামায়াত-বিএনপি দেশের সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। সেখানে সেখানে গরু-ছাগল থাকতো।
আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিক চালুসহ নতুন নতুন কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে দিয়েছেন। সেখানে আজ মা ও শিশুরা চিকিৎসা সেবা পাচ্ছে।
শনিবার দুপুরে তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরুপনগরে জলি মেমোরিয়াল ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ, সমাজকল্যাণ সচিব মোঃ জিল্লার রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এরশাদ হোসেন খান, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমিন, এ্যাডভোকেট রানু আখতারসহ অন্যরা।
বাংলা৭১নিউজ/জেএস