বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন বিগত চারদলীয় জোট সরকারের আমলে গ্রেপ্তারকৃত জঙ্গিদেরকে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
রিজভী বলেন, বিএনপি জঙ্গি ধরে আর আওয়ামী লীগ জঙ্গি পালে। বিগত বিএনপি সরকারের আমলে যেসব জঙ্গিদের গ্রেপ্তার করা হয়েছিল আওয়ামীলীগ ক্ষমতায় তাদেরকে ছেড়ে দিয়েছে।
তিনি বলেন, দুইটি জঙ্গি সংগঠনের বিরুদ্ধে বিএনপি সরকারের আমলে করা ১৫৬টি মামলার কার্যক্রম বর্তমান আওয়ামী লীগ সরকার বন্ধ করে দিয়েছে।
বাংলা৭১নিউজ/জেএইচ