বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপিপন্থী প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের রিমান্ড, মাহমুদুর রহমানকে মামলায় জড়ানো ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
আজ শনিবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।এবিষয়টি সংবাদমাধ্যমকে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
তিনি জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সে সময় উপস্থিত থাকবেন।
জানা গেছে, বিএনপিপন্থী প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতার ও রিমান্ড, ইউপি নির্বাচন, বেগম খালেদা জিয়ার মামলাসহ চলমান রাজনীতির সার্বিক বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনে বিএনপির বক্তব্য তুলে ধরা হবে।
বাংলা৭১নিউজ/এসএস