শেরপুরে নিজ বাসা থেকে সুরভী আক্তার (৩০) নামে দুই সন্তানের জননী ও সেনা সদস্যের স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের কসবা মোল্লাপাড়া এলাকার নিজ বাড়ির উঠান থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
সুরভী সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের শফিউল্লাহর মেয়ে এবং সেনা সদস্য নাজিম আহমেদের স্ত্রী। নাজিম বর্তমানে সাউথ সুদানে জাতিসংঘ মিশনে কর্মরত রয়েছেন। এদিকে সিআইডি, পিবিআই ও ডিবির কর্মকর্তারাসহ পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় ১২-১৩ বছর আগে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার ভাটি লঙ্গরপাড়া গ্রামের আবদুল হালিমের ছেলে সেনা সদস্য নাজিম আহমেদের সঙ্গে বিয়ে হয় সুরভী আক্তারের। ৩ বছর আগে শহরের কসবা মোল্লাপাড়া এলাকায় জমি কিনে হাফবিল্ডিং বাসা করে সেখানেই বসবাস করে আসছিলেন নাজিম আহমেদ। গত বছর সুদানে মিশনে যাওয়ার পর থেকে ওই বাসায় দুই কন্যাসন্তান নিয়ে একাই থাকতেন সুরভী।
সকালে বাড়ির গেট খোলা ও উঠানে সুরভীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। এ সময় বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাওয়া গেলেও বাড়ির কোনো জিনিস খোয়া যায়নি বলে জানায় স্থানীয়রা।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ঘটনার বিষয়ে বিষয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/এবি