বগুড়ার ধুনটে বাড়ির আঙিনায় আম কুড়ানোর সময় জোহা মণ্ডল (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
জোহা উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং গ্রামের আলম মণ্ডলের ছেলে। সে রতনগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
নিমগাছি ইউনিয়নের চেয়ারম্যান সনিতা নাছরিন জানান, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে এলাকায় ঝড় বাতাসের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় জোহা বাড়ির আঙিনায় আম কুড়াতে যায়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে সে মারা গেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ