সোমবার, ০৮ জুলাই ২০২৪, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের শিল্পোন্নয়নে বিটাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: শিল্পমন্ত্রী উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে: ওবায়দুল কাদের এডিসের লার্ভা পাওয়ায় ৯ বাড়িওয়ালাকে দেড় লাখ টাকা জরিমানা শেরপুরে আগ্রাসী ব্রহ্মপুত্র, ভাঙনে দিশেহারা নদীতীরের মানুষ দুই ঘণ্টার কোটা আন্দোলনে স্থবির ঢাকা বাংলাদেশ-ইইউর ৩ মি‌লিয়ন ইউরোর ঋণ সহায়তা চু‌ক্তি স্বাক্ষর কুমিল্লা আদালতে মামুনুল হক-খালেদ সাইফুল্লাহ প্রতিমন্ত্রী সিমিনের সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ বিকাশ অ্যাপে প্রথমবার বিল পরিশোধে ৯০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন জরিমানা পরিশোধ করলেই গাড়ির কাগজ পৌঁছে যাবে ডাক বিভাগে গুলিস্তানের জিরো পয়েন্টে জবি শিক্ষার্থীদের অবরোধ চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী কোটা সংস্কার নিয়ে আ স ম রবের পাঁচ দফা একযোগে র‌্যাবের চার ব্যাটালিয়নসহ পাঁচ পরিচালককে বদলি কোটাবিরোধী আন্দোলনে বিএনপির ইন্ধন নেই, সমর্থন আছে: ফখরুল চুপিসারে ফেরেশতাদের কথা শুনে যা করতো জিনেরা ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় মামলা, আওয়ামী লীগ নেতা আটক বেনজীরের গুলশানের ৪টি ফ্ল্যাট পরিদর্শনে দুদক টিম সায়েন্সল্যাব মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, যানচলাচল বন্ধ পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক শেষে যা জানা গেলো

বাড়ছে শীতজনিত রোগ, হাসপাতালে ভিড়

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১৭ বার পড়া হয়েছে

কয়েক দিনের তীব্র শীতে সারাদেশেই শীতজনিত রোগ বেড়েছে। বিশেষ করে শিশুরা সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালাতে ভর্তি হচ্ছেন। রোগীর চাপে শয্যা সংকট থাকলেও সেবায় কোনো ঘাটতি নেই বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রতিনিধিদের পাঠানো তথ্য ও রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের তীব্র শীতে বেশির ভাগ হাসপাতালের প্রতিটি ওয়ার্ডই রোগীতে পরিপূর্ণ। এর মধ্যে শীতজনিত রোগীর সংখ্যাই বেশি। ফলে, হাসপাতাল কর্তৃপক্ষকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ৪৭ হাজার ৯৮২ জন শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৭৩ জন মৃত্যুবরণ করেছে। শীতকালীন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে তিন লাখ ২৪ হাজার ৮১৮ জন। মারা গেছেন তিনজন।

রাজধানীর শুক্রাবাদের বাসিন্দা সোলেমান মিয়া। ১০ মাসের সন্তান মিলনকে নিয়ে কয়েকদিন ধরেই হাসপাতালে। সোলেমান জানান, শীত বেড়ে যাওয়ায় হঠাৎ মিলনের সর্দি-কাশি দেখা দেয়। এর মধ্যে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার নিউমোনিয়া ধরা পড়লে চিকিৎসক শিশু হাসপাতালে রেফার করেন।

মিলনের মতো এমন অসংখ্য শিশু সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছে। তবে অনেকের অভিযোগ হাসপাতালে সিট না পাওয়া নিয়ে। হাসপাতাল কর্তৃপক্ষরা বলছেন, রোগীর চাপ অনেক বেশি থাকায় এমন সমস্যা। সেবায় কোনো ঘাটতি নেই।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. কামরুজ্জামান জানান, তীব্র শীতের কারণে রোগী সংখ্যা বেড়েছে। এরমধ্যে টন্সিলাইটিস, ফেরেনজাইটিস, রাইনাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা রোগীর সংখ্যা বেশি।

তিনি বলেন, রোগীর চাপ বাড়ায় শয্যা সংকট দেখা দিলেও সেবায় কোনো ঘাটতি নেই। সবাইকেই প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com