বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

বাড়ছে কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম

রংপুর প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩২ বার পড়া হয়েছে

রংপুরের বাজারে নতুন করে দাম বাড়ার তালিকায় যুক্ত হয়েছে কাঁচা মরিচ ও পেঁয়াজ। সপ্তাহের ব্যবধানে এ দুটি পণ্যের দাম বেড়েছে ২০ থেকে ৫০ টাকা। দাম বেড়েছে মুরগি ও চালেরও। সবজির দাম অপরিবর্তিত থাকলেও তেলের বাজারে কোনো সুখবর নেই।

মঙ্গলবার (৭ মার্চ) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এক লিটার বোতলজাত সয়াবিন তেল এখন ১৬৫-১৬৮ টাকা ও খোলা সয়াবিন গত সপ্তাহের মতোই ১৯৫-২০০ টাকায় বিক্রি হচ্ছে। বোতলজাত পাঁচ লিটার তেল আগের মতোই ৭৯৫-৮০০ টাকা দরে বিক্রি হলেও তা সহজেই মিলছে না। সংকট দেখা দিয়েছে পাঁচ ও দুই লিটার বোতলের।

মুলাটোল আমতলা বাজারের ব্যবসায়ী লিটু মিয়া বলেন, আগে পাইকারি বাজার থেকে যত সহজেই পাঁচ ও দুই লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যেত, এখন তা মিলছে না। অনেক কষ্টে এক-দুই বোতল মিলছে।

গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগি ৫-১০ টাকা বেড়ে ১৬৫-১৭০ টাকা, পাকিস্তানি মুরগি ২৭০-২৮০ টাকা, দেশি মুরগি ৪৪০-৪৫০ টাকা এবং পাকিস্তানি লেয়ার ২৫০ টাকা থেকে বেড়ে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস কিছুটা কমে ৬০০-৬২০ টাকা এবং খাসির মাংস ৮৫০-৯০০ টাকায় কেজি বিক্রি হচ্ছে।

সিও বাজারের মুরগি ব্যবসায়ী হোসেন আলী বলেন, বাজারে খাদ্যের দাম বেড়ে যাওয়ায় খামারিরা মুরগির দাম বাড়িয়ে দিয়েছেন। এছাড়া গরু-খাসির দাম বেড়ে যাওয়ায় মুরগির ওপর চাপ পড়েছে। ফলে গত সপ্তাহের তুলনায় ব্রয়লার ও পাকিস্তানি মুরগির দাম কিছুটা বেড়েছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজির দাম অপরিবর্তিত রয়েছে। খুচরা পর্যায়ে কেজি প্রতি টমেটো আগের দামেই ৩০-৩৫ টাকা, গাজর ২৫ টাকা, মটরশুঁটি ১০ টাকা কমে ৬০ টাকা, করলা ১১০-১২০ টাকা, ধনিয়া ৪০ টাকা, চিকন বেগুন ৩০ টাকা, গোল বেগুন ৫০ টাকা, সিম ৩৫-৪০ টাকা, শসা ৫০ টাকা, পেঁপে ২৫ টাকা, কাঁচা মরিচ ৫০ টাকা থেকে বেড়ে ৯০-১০০ টাকা, শুকনো মরিচ ৩৫০ টাকা, ঢেঁড়শ ১১০-১২০ টাকা, পটল ১০০-১২০ টাকা, সজনে ১৮০-২০০ টাকা, মিষ্টি আলু ও মিষ্টি কুমড়া ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি পিস বাঁধাকপি ১০-১৫ টাকা, ফুলকপি ৩০-৩৫ টাকা, লাউ ৪০-৪৫ টাকা, প্রতি হালি কাঁচকলা ২০-২৫ টাকা, লেবু ১৫-২০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে দেশি পেঁয়াজ ৪০ টাকা থেকে বেড়ে ৬০-৬৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৪৫-৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আদা ও রসুন আগের ৬০-৭০ টাকা দরেই বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির ডিমের হালি খুচরা বাজারে ৩৫-৩৬ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে কার্ডিনাল আলুর দাম সামান্য বেড়েছে। এখন ১৪ টাকা থেকে বেড়ে ১৬ টাকা হয়েছে। শিল আলু আগের ২৫-২৬ টাকা দরেই পাওয়া যাচ্ছে।

এছাড়া খোলা চিনি ৮৫ টাকা এবং প্যাকেট চিনি ৮৫ টাকা, মসুর ডাল মাঝারি ১০০ টাকা, চিকন ১২০ টাকা, আটা প্যাকেট ৪২ টাকা ও খোলা ৩৫ টাকা এবং ময়দা ৫৭-৬০ টাকা প্যাকেট বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে চালের দাম কেজি প্রতি ২-৩ টাকা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে স্বর্ণা চাল (মোটা) ৪৬-৪৮ টাকা, বিআর২৯ চাল ৩ টাকা বেড়ে ৫৮ টাকা, বি২৮ আগের মতোই ৫৮-৬০ টাকা, মিনিকেট ৬৮ টাকা এবং নাজিরশাইল ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে মাছের দামে তেমন একটা হেরফের নেই। প্রায়ই অপরিবর্তিত রয়েছে সব ধরনের মাছের দাম।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com