বাংলা৭১নিউজ, সাতক্ষীরা: সাতক্ষীরায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।
আজ সকাল সোয়া ১০টার দিকে তালা উপজেলার ভৈরবনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের তারাপদ মণ্ডলের স্ত্রী গুরুদাসী মণ্ডল (৫০) ও আবদুল গফফারের মেয়ে আছিয়া খাতুন (১০)।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল ইসলাম বলেন, বাসটি খুলনা থেকে সাতক্ষীরা যাচ্ছিল। তালা উপজেলার ভৈরবনগর গ্রামে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই গুরুদাসী মণ্ডল (৫০) ও আছিয়া খাতুন (১০) নিহত হন। এ ঘটনায় আহত চারজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস