পটুয়াখালীর কলাপাড়ায় পরিবহনে তল্লাশি চালিয়ে এক হাজার কেজি জাটকা জব্দ করেছে নিজামপুর কোস্ট গার্ড।
সোমবার (২৯ নভেম্বর) রাত ৯টায় উপজেলার শেখ রাসেল সেতুর টোল সংলগ্ন এলাকায় ঢাকাগামী বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়ে ‘ডলফিন পরিবহন’ থেকে এক হাজার কেজি জাটকা জব্দ করে নিজামপুর কোস্টগার্ডের একটি টিম।
পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে জব্দকৃত মাছ বিতরণ করা হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার শাফকাত হোসেন (এক্স) বিএন জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়ে ১০০০ কেজি জাটকা জব্দ করি। কিন্তু কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলা৭১নিউজ/সিএফ