রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক সেবা চালুর প্রস্তাব দিলেন ড. ইউনূস দেশি-বিদেশি প্রতিষ্ঠানের বড় বিনিয়োগ পরিবেশ তৈরি করবে বাপা ফুডপ্রো এস আলম পরিবারের ৮১৩৩ কোটি টাকার শেয়ার ফ্রিজ আইন উপদেষ্টার সঙ্গে বিপিজেএ নেতাদের সাক্ষাৎ ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ইডেন কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান বাধ্যতামূলক অবসরে পুলিশের ৪ ডিআইজি সীমান্তে আরও ১০০ স্থানে বেড়া নির্মাণ করবে ভারত কুমিল্লায় নিহত সেই কর্মীর বাড়িতে জামায়াত আমির চার দিন পর বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমান পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে বেআইনি কাজ করবে না আমেরিকার হাসপাতালে বন্দুক হামলা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ২ র‌্যাবের গোয়েন্দা নজরদারিসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত: র‍্যাব ডিজি মোজাম্মেল ও তার সনদ নিয়ে যা বললেন মুক্তিযোদ্ধারা পোপ ফ্রান্সিসের অবস্থা ‘আশঙ্কাজনক’ ১৭ বছর পর গ্রামের বাড়িতে বিএনপি নেতা বাবর পুলিশের বিরুদ্ধে অভিযোগের তদন্ত মানবাধিকার কমিশনকে দেওয়ার সুপারিশ

বাসে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি: পুলিশ সুপার

টাঙ্গাইল প্রতিনিধি:
  • আপলোড সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান। 

তিনি জানান, প্রাথমিকভাবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি এটা আমরা জানতে পেরেছি। নারীদের কাছ থেকে কিছু স্বর্ণ-রূপা লুট করা হয়েছে। ডাকাত দল গাড়িতে থাকা নারীদের নাকফুল ও কানের দুল নেওয়ার সময় স্পর্শ লেগেছে।  এটাকে শ্লীলতাহানি বলা যেতে পরে।  

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানান পুলিশ সুপার। এ ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে মির্জাপুর থানার কর্মকর্তা আতিকুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল, একটি ছুরি ও ২৯ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়। মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তথ্য প্রযুক্তি ও বিভিন্ন সোর্স ব্যবহার করে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন- মো. শহিদুল ইসলাম (২৯), মো. সবুজ (৩০) ও মো. শরীফুজ্জামান (২৮)। তাদেরকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি। 

এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে রাজশাহীগামী বাসে মির্জাপুর এলাকায় ৩ ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগ উঠে শ্লীলতাহানি করা হয় দুই নারীকে। পরে যাত্রীরা বাসটি আটকে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের সহায়তা চাওয়া হয়। 

পরে বাসযাত্রীদের হাতে আটক বাসচালক বাবলু, সুপারভাইজার মাহবুব ও হেলপার সুমনকে বড়াইগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদেরকে ৫৪ ধারায় আদালতে তোলা হলে তারা জামিনে মুক্তি পান। 

বৃহস্পতিবার রাতে ওই ঘটনায় বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে মির্জাপুর থানায় ৮ থেকে ৯ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com