নেত্রকোনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় তাদের শিশুকন্যা (৭) গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে নেত্রকোনা-মদন সড়কের আটপাড়া উপজেলার বাগড়া কৃষ্ণপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের মৃত লুৎফুর রহমান ছেলে আজহারুল ইসলাম নান্টু (৪৭) এবং তার স্ত্রী নাইসা আক্তার (৩০)। তারা নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নান্টু তার স্ত্রী ও সন্তান নিয়ে মোটরসাইকেলে নিজ গ্রাম থেকে নেত্রকোনা যাচ্ছিলেন। বাগড়া কৃষ্ণপুর এলাকায় পৌঁছালে মদন থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা ছিটকে সড়কে পড়ে যান।
স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নান্টুকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নান্টুর স্ত্রী নাইসা আক্তার ও তার মেয়েকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী মারা যান।
আটপারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
বাংলা৭১নিউজ/এসএইচ