বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে প্রশাসন নিরপেক্ষ করতে ‘স্বৈরাচারের দোসরদের’ অপসারণ করুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন দিগন্ত উন্মোচন করবে বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে পুলিশে দিল ছাত্র-জনতা

বায়ার্নকে হারিয়ে আবার ফাইনালে রিয়াল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২ মে, ২০১৮
  • ১৬৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: গত মৌসুমের কোয়ার্টার ফাইনালের মতো এবারও চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালে জ্বলে উঠেছিল বায়ার্ন মিউনিখ। তবে ভাগ্যদেবী এবারও তাদের সহায় হয়নি। বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছে গেছে জিদান শিষ্যরা। ম্যাচে ২-২ গোলে ড্র করেও দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে থেকে ফাইনালের টিকেট পেয়েছে রিয়াল মাদ্রিদ।

নিজেদের মাঠে প্রথম লেগ ২-১ গোলে হেরে যাওয়ায় ফাইনালে পৌঁছাতে যত তাড়াতাড়ি সম্ভব গোলের দরকার ছিল বায়ার্নের। সেই কাজটিই করেন জোশুয়া কিমিক। তৃতীয় মিনিটেই এগিয়ে যায় জার্মান ক্লাবটি। বক্সের ভেতর থেকে আড়াআড়ি শটে তিনি বল জালে জড়ান। অবশ্য সমতায় ফিরতে সময় নেয়নি রিয়াল। ম্যাচের ১১ মিনিটেই স্বাগতিকদের সমতায় ফেরান করিম বেনজেমা। বাঁ প্রান্ত থেকে মার্সেলোর ক্রস হেডের মাধ্যমে জালে জড়ান তিনি।

বেনজেমার গোলের পর বেশ আক্রমণাত্মক খেলা শুরু করে বায়ার্ন। এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি জার্মান চ্যাম্পিয়নরা।

ম্যাচের ৩৯ মিনিটে প্রথমবার গোলুমখে শট করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তাঁকে দারুণ দক্ষতায় প্রতিহত করেন বায়ার্ন গোলরক্ষক। এরপর পরই বক্সের ভেতর মার্সেলোর হাতে বল লাগলে বায়ার্ন খেলোয়াড়রা পেনাল্টির আবেদন করলেও সাড়া দেননি রেফারি। ফলে ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো বেনজেমার গোল। দ্বিতীয় গোল করে তিনি এগিয়ে নেন স্বাগতিকদের। কিছুটা বিপর্যস্ত হয়ে পড়লেও লড়াই চালানো বাদ দেয়নি বায়ার্ন। গোল হজম করার পরও। সমতায় ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে তারা। ৬৩ মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান মাদ্রিদ ক্লাব থেকে ধারে জার্মান ক্লাবের হয়ে খেলতে আসা কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ। চমৎকার এক গোল করে দলকে সমতায় ফেরান তিনি।

গত মৌসুমের কোয়ার্টার ফাইনালের মতো এবারও চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালে জ্বলে উঠেছিল বায়ার্ন মিউনিখ। তবে ভাগ্যদেবী এবারও তাদের সহায় হয়নি। বায়ার্নকে কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছে গেছে জিদান শিষ্যরা। ম্যাচে ২-২ গোলে ড্র করেও দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে থেকে ফাইনালের টিকেট পেয়েছে রিয়াল।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com