ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুবোঝাই লরি চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক সড়কের ধোপাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার পুখুরিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মাজেদা খাতুন (৫৫) ও চরকামারিয়া ভাটিপাড়া গ্রামের মৃত মিয়া হোসেনের স্ত্রী বকুলা বেগম (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই দুই নারী স্বামীর বাড়ি থেকে অটোরিকশাযোগে বাবার বাড়ি যাচ্ছিলেন। অটোরিকশাটি ধোপাঘাট এলাকায় এসে যাত্রী নামাচ্ছিল। এসময় পেছন থেকে একটি বালুবোঝাই লরি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাজেদা খাতুন মারা যান। এসময় বকুলা বেগমসহ দুজন আহত হন। তাদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে বকুলা বেগম মারা যান।
এ বিষয়ে গফরগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লতিফ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর গাড়ি দুটি জব্দ করা সম্ভব হলেও চালকরা পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলা৭১নিউজ/সিএফ