বাংলা৭১নিউজ, বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী দম্পতিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতরা হলেন- ক্ল্যা হ্লা চিং মারমা (৭৫), চিং হ্লা নি মারমা (৫৫)।
শুক্রবার গভীর রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকার ছোটপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।
লামা থানার ওসি আনোয়ার হোসেন জানান, শুক্রবার গভীর রাতে তাদের ঘুমন্ত অবস্থায় নিজ বাসায় হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় ঘরে থাকা টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
তবে পুলিশ এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে নিহত ক্যা হ্লা চিং মার্মার সঙ্গে তার বড় ভাই ও ছেলে মেয়েদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সামাজিকভাবে বৈঠক হয়েছিল। জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
ওসি আনোয়ার হোসেন জানান, ‘এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা এলাকায় পুলিশ পাঠিয়েছি।’
লামার ফাঁসিয়াখালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আপ্রুচিং মারমা বলেন, ‘আমি সকালে ওনাদের (নিহত দম্পতির) ছেলের কাছ থেকে এই হত্যাকাণ্ডের খবর পাই, এরপর বিষয়টি পুলিশকে জানাই।’
বাংলা৭১নিউজ/সিএইস