বাংলা৭১নিউজ,(বান্দরবান)প্রতিনিধিঃ বান্দরবানের সদর উপজেলায় দুই সন্ত্রাসী দলের গোলাগুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন তিনজন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগমারা বাজারে হামলা চালায় সন্ত্রাসীরা। তাদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যায়। গুলিবিদ্ধ অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম পরিচয় জানা যায়নি। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।
এদিকে ঘটনার পর জেলা সদর থেকে সেনা সদস্য ও পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা নিহত ও আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসছেন। ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ ঘটনার পর জেলা শহরে আতংক বিরাজ করছে।
বান্দরবান জেলার পুলিশ সুপার জেরিন আক্তার বলেন, দুই গ্রুপের সংঘর্ষে সম্ভবত ৪ জন মারা গেছেন। এখনও কনফার্ম করতেন পারছি না মোট কতজন নিহত হয়েছেন।
বাংলা৭১নিউজ/এবি