বাংলা৭১নিউজ,(বান্দরবান)প্রতিনিধিঃ বান্দরবানের রোয়াংছড়ির শামুকঝিরিতে ‘সন্ত্রাসীদের গুলিতে’ পথচারী এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম শান্তিলতা তঞ্চঙ্গ্যা (৩৫)।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় আহত হয়েছে ওই নারীর ৭ বছরের সন্তান। তাকে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের স্বামী রংগয় তঞ্চঙ্গ্যা বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় জুম চাষের কাজ শেষে আমরা বাড়ি ফিরছিলাম। পথে আমার স্ত্রী ও সন্তান কিছুটা এগিয়ে ছিল। হঠাৎ গুলির শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখি তারা দু’জনই গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে।
পরে গ্রামবাসী ও সেনা সদস্যদের সহায়তায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাবার পর চিকিৎসকরা আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন’।
রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ তৌহিদ কবির বলেন, ‘শামুকঝিরিতে এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি’।
এর আগে গত ৭ জুলাই বান্দরবান সদরের রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজার পাড়ায় ব্রাশফায়ারে মারা যায় জনসংহতি সমিতির (সংস্কার) ৬ নেতাকর্মী। এ ঘটনায় মামলা দায়ের হলেও এখনো কাউকে আটক করা যায়নি।
বাংলা৭১নিউজ/এমকে